বঙ্গবাজারে আগুন লেগেছে-
            এই বুঝি ফায়ার সার্ভিস আসল
এখানে - সেখানে বহু ভবনে দোকানে আগুন লাগে
রীতিমতো নিভেও যায় -
কত ইউনিট কাজ করে চেষ্টা করে নিভাতে
কিন্তু একটা পর্যায়ে সব কিছু সমাধান হয়
বিভিন্ন ব্যাংক সরকার আন্তর্জাতিক সংস্থা
                                       -প্রণোদনা দিয়ে
তাদেরকে জাগিয়ে তুলেন-
আবার স্বাভাবিক জীবন যাপনে ফিরে আসে
বসন্তের রঙে নতুন স্বপ্ন বুকে নিয়ে
অথচ;
কি আশ্চর্য! ত্রিকালদর্শী বিরহ জীবন আমার
হৃদয়ের দহনে পুড়ে ছাই হয়ে যাচ্ছি
                             -ভেতরের দগ্ধ ক্ষতচিহ্ন
পুনরুদ্ধারের লক্ষ্যে কেউ আসল না-
কোন ফায়ার সার্ভিস কোন জনসাধারণ বরাদ্ধকৃত
সরকারি অনুদান-
জ্বলছে তো জ্বলছে-
উল্টোপাল্টা ভাবে নগরীর আশপাশ গোপন অলিগলি
আহ! দ্রোহিতা বিচ্ছেদের তীব্র জ্বালার সংকট
এক ফোঁটা চুম্বনজল কেউ ঢালতে আসলনা
আদর করে ভিজিয়ে দিতে
                                  -স্পর্শের বাহুযুগল
বর্ষার আকাশ থেমে আছে বৃষ্টি বর্ষণ থেকে
কি নিঃস্ব! কেরোসিন দীপশিখা জ্বলে
                                           -তুষের অনলে।
দীর্ঘশ্বাসের তপ্ত হাওয়া বয়ে যায় নিবিড় আঁধারে।