কোন এক সন্ধ্যায় বের হয়েছিলাম বৃষ্টির খোঁজে
মাঘের ঝির ঝির হাওয়াতে কোন এক সড়কের মোড়ে ।
দেখি তাকে পাওয়া যায় কি না একাকী সংগোপনে
একটু ইচ্ছে করে ভিজতে দূরে কোথাও বাঁশ বনে ।


টপ টপ বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়বে মাথার উপর
তাকিয়ে দেখবো চোখের পলকে সিঁথির ভিজে চৌচির ।
জ্যোৎস্নার আলো টা এসে পড়বে নীলাভ শাড়ির আঁচলে
চিকচিক করবে,তখন ঘনঘটা হালকা অন্ধকার ছুঁয়ে যাবে ।


মনের গভীর থেকে আসবে তোমার উষ্ণ ভালোবাসা
আগ্রহী কণ্ঠে শুনতে চাই কত টুকু আছে আমার প্রতি ।
দেখতে চাই নীরব নিস্তব্ধ কোমলতার স্নিগ্ধ ঊষা
পেতে চাই আজ লাল ঠোঁটের মিষ্টি কথার বুলি উদগ্রীব কণ্ঠে ।


পাশে ছিল একটি কদম ফুলের গাছ রীতিমত সুবাস দিচ্ছিল
মনের সুখে যতটুকু তার মধ্যে ঘ্রাণ আছে বিলিয়ে দিচ্ছে ।
হঠাৎ দাঁড়িয়ে আছি দুজনে দুই পাশে কাঁপতে কাঁপতে
কি যেন বলতে চাচ্ছিল তাকিয়ে আছি চোখের পাতার দিকে ।


বুঝতে পেরে কিছুটা সামনে যাই কিন্তু সে পিছিয়ে যাচ্ছে
ভিজে গেছে তার কালো চুল গুলি আকাশী রঙের ব্লাউজ টা ।
ভাবতে ছিলাম কিছু বলবো কিন্তু না তা আর হল না
ধীরে ধীরে পিছ পা হচ্ছিল হঠাৎ দেখি চোখের পলকে উধাও।


পথের দিকে চেয়ে আছি যদি আবার আসে কোন কারণে
ইতিমধ্যে মেঘ সরে গেছে আকাশ থেকে পাতা থেকে পানির ফোঁটা পড়ছে ।
চাঁদ টা তার গতিতে ঠিক আগের মতোই কক্ষ পথে বিচরণ করতেছে
ভারাক্রান্ত মন নিয়ে তাকিয়ে আছি পূর্ণিমার মায়াবতী উষ্ণ র দিকে ।