লুটোপুটি খেলার কি দরকার তুমি যদি চাও
চলে যেতে আমার কোন প্রকার বাধা নেই ।
ইঁদুরের মতো লোক চুরি স্বভাব নিয়ে থাকার  
মানে আছে ? নেই ; তো চলে যাও ...
ইয়ার্কির ছলে আলপনা আঁকার উৎকণ্ঠা
তোমার থাকতে পারে,আমার নেই ।


উসকানি ফুসকানি কানপরা মনের মধ্যে রেখে
ঘর বাঁধার স্বপ্নে বিভোর থাকার অর্থ আছে ?
এঁকেবেঁকে এলো কেশী এলোমেলো জীবনে
রঙিন সুতোর ঘুড়ি উড়ানোর যুক্তি আছে ?
তোমার হয়তো থাকতে পারে –----
আমার নেই ।


ওলট -পালট ধ্যানে কানাঘুষা কাঠবিড়ালী কে
সাজে, তোমায় না !
কারসাজি বানিয়ে কুণ্ডলী পাকাবে
কেলেঙ্কারি মাখবে দুচোখের কোণে তা- কি হয় ।
তোমার ভালোবাসা থাকবে খসখসে টসটসে
নিখুঁত ভাবনার আকাশে নীলাভ আঁচলের ন্যায় ।


খামখেয়ালী খেয়ালিপনা থাকবে খ্যাকশিয়ালের মাঝে
ঝিমিয়ে ঝিমিয়ে হাঁটবে আর ঘুমা বে ।
তুমি তো তা নও ;
তুমি হচ্ছ অনিলের সুরভিত অমরাবতী ।
তাই বলি কি ; গড়িমসি বাদ দিয়ে হৃদয়ের ঘাটে
কোমল ছোঁয়ায় নৌকা বাঁধো ।


চুলকানি চেঁছেপুঁছে চৈতালি রোদ্দুরে
পাঠিয়ে দাও উদার চিত্তে ।
ছন্দপতন ছলচাতুরী ঠ্যাঙানো
মানুষ কে ঠকানো এই সবের; কোন
অভিধানে পরে বলে আমার মনে হয় না ।
তোমার মধ্যে বসবাস করবে
তোলপাড় করা তেজস্বী অতুলনীয় ভালোবাসা ।


থমথমে থোকা থোকা নির্যাস পূর্ণ
থুথু ড়ে পরা অসম্ভব ধড়ফড়ানি প্রেমের উত্তাল ঢেউ ।
নির্মাণ থাকবে নির্ভেজাল দারুণ নিরঙ্কুশ
থ্যাঁতলানো নিরামিষ আবোল তাবোল বশীভূত থাকবে না ।
তোমার উষ্ণ চাদর থাকবে বিস্তীর্ণ সবুজের অরণ্যে
ফুটিফাটা ছেঁড়া খাতা থাকবে নিস্তব্ধ নিষ্প্রাণ ব্যাকরণে ।


ভাসবে হাসবে জলে ডুববে উঠবে ভেজা
কায়া নিয়ে,আদিখ্যেতার ছলে ।
সপ্তমে চড়া হয়ে আসবে আমার নীল কুঠিরে
সোনায় সোহাগায় ভরিয়ে রাখবো পুস্পাঞ্জলির নীড়ে ।