জীবন নদীর কূলে ঢেউ ভাঙার আহাজারি শুনি ভাদ্দুরের ভর দুপুরে
ক্ষীয়মাণ স্বপ্নের বেড়াজালে ঘুরে বেড়ানো সাদা নীল দোলাচলে
ঘুমন্তপুরীর সাইনবোর্ডের সমাচারে
নিস্তব্ধ রাত্তিরে বেদনার খয়েরি রঙের চাদর উড়ে
ফেনিল নীরব সীমানার প্রান্তরে
কৃষ্ণ কালো পাখি ঢেকে দিয়ে যায়
সোনায় মোড়ানো পালকির খোলা জমিনে মৃত্যুযান সন্তরণে
জোয়ার ভাটার টানে মনের সৌরভ গাঙে
সুরের মূর্ছনার সোরগোল বেজে উঠে
অচল প্রেমের গভীর অনুরাগে
অমীমাংসিত পথে পালাবার শহর খোঁজে অবলুপ্ত মাধুরীর লালসার নীড়ে
সিঁড়ি বেয়ে বাঁশি বাজিয়ে সমাধির স্বপ্নিল কারাগারে
জ্যোৎস্নার আলোছায়া অঙ্গে মেখে পাড়ি দেয় শিথিল পাড়াগাঁয়ে
মুঠোয় ভরে শেফালির পাতা কুড়িয়ে বিমূর্ত ভুবন ছেড়ে
ভোরের শিশির ভেজা শান্ত জলরাশি মেঘাচ্ছন্ন তুষারজলে ফেলে
ভাদ্রের অন্তিম বেলায় পাড়ি জমায় বিলীন নগরে ।