গগনচুম্বী লাল নীল খয়েরি রঙের স্বপ্ন গুলি,
মিশে গেছে
কষ্টের জমিনে,
নষ্ট জলে বদ্ধ ভূমির গভীর সমুদ্দুরে ।
ভেসে গেছে,
কল্পনার নীলিমার আকাশের সীমানা পেরিয়ে
ঘূর্ণি স্রোতের তরঙ্গের নীড়ে,
শতাব্দীর তীরে
বিষণ্ণতার রক্তিম আঁধারে ।
সমুজ্জ্বল নক্ষত্রের ধূসর প্রান্তরে
নির্জন মাঠের অরণ্যে,
দীপালি রোদ্দুরে মিলন
নদীর মোহনায় নিবিড় অলীক মোহের অন্ধকারে ।
নিষ্ফল ভাবনার আকাশ গাঙে,
অনুভবের ছায়া লীনের সর্বনাশে র পাঁজরে
অনুক্রমিক সময়ের,
অনুকূলের উপকুলের
জলোচ্ছ্বাসের মৌনতার দীপ্ত শিখায় ।