জাগো হে আমার জাতির যুবক আর কতো ঘুমাবে বসুধা কারাগারে
চোখ খুলে দেখো -তাকাও
একটু চারি পাশে কি হচ্ছে পৃথিবীর জমিনে
কষ্টের ভেলা ভূমিতে ভেসে যাচ্ছে শিশুর লাশ অবিরত
যুদ্ধের জন্য কবে রওয়ানা হবে
তোমাদের দিকে চেয়ে আছে জাতির অবহেলিত লাঞ্ছিত ধর্ষিত মানুষেরা
তাকিয়ে আছে
কখন তোমরা ডাক দিবে
মাঠে ময়দানে
কেনো জাগো না
এখনো তোমারা কি শুনতে পাও না?
মিয়ানমারের আরকান রাজ্যে ধর্ষিত হয়েছে কতো বোন ক্ষত বিক্ষত হয়েছে
তোমার মা তোমার বাবা
তাকিয়ে দেখো চীন দেশে
কতো শিশুর আহাজারি খালি করেছে মায়ের বুক
কতো ভাইয়ের রক্তে লাল হয়েছে রাজ পথ
নদীতে ভেসে গেছে
কতো বোনের আঁচল
চিৎকার দিয়ে ডাকিতেছে হে আমার জাতি সকল
কোথায় তোমাদের হুঙ্কার
কোথায় তোমাদের নিশানা আমরা তোমাদের ডাকি
সাড়া দাও একটু সাড়া দাও
জাগ্রত হও চেয়ে দেখো
ভারত ভূখণ্ডে তোমাদের মালিকের ঘর ভেঙে দিচ্ছে
অনায়াসে নির্যাতন করতেছে
বাবার সামনে মেয়েকে
মায়ের সামনে তার ছেলেকে
সময় কি হবে না তোমাদের
কোন সে ভুলে পরে আছো অন্ধকারে রাত্রির গুহায়
কিসের নেশায় কিসের আশায় কিসের লোভে
কোন সে দরিয়ার কূলে
একটু তাকিয়ে দেখো পৃথিবীর বুকে নির্যাতিত অপমানিত হচ্ছে
তোমার জাতির সম্প্রদায় লুটে পরছে মাটিতে অবেলায়
এখনো কি তোমাদের বন্দরে সূর্য উদিত হয়নি
জাগো প্রত্যয় নিয়ে
প্রদীপ জ্বালায় শত্রুর সীমান্তে রুখে দাঁড়াও জীবনের অবশিষ্ট রক্ত দিয়ে
গড়ে তুলো এক বিশাল পাহাড় যাতে ধ্বংস হয়ে যায় হারামির দল
সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত হও।