যদি মনে করো আকাশের নীড়ে চিঠি দিবে দিও ,
আমার কোন প্রকার সন্দেহ নেই ।
যদি মনে করো পাখির ক্ষুদ্র ঠোঁটে চিঠি দিবে দাও,
কিছু ই বলবো না তোমায় ।
যদি ভাবো নদীর জলে ভাসিয়ে দিবে অসীম স্রোতে
তোমার লেখা চিঠি,দাও ।


যদি চিন্তা করো শ্রাবণের মেঘের সাথে চিঠি দিবে দাও,
আমি তোমাকে বাঁধা দিব না।
যদি মনে করো চিঠি পাঠাবে ডাক যোগে তাহলে পাঠাও,
আমি পাবো তা ধ্রব সত্য ।
সাপের মাথায় চিঠি দিবে উদার মনে ,বিরহের আবেগে
ঠিক ই আমি পেয়ে যাবো ।


যদি মনে করো আমার নিকট চিঠি দিবে,তবে দিতে পারো
অজানা এক মাঝির কাছে ।
যদি কখনো ভেবে থাকো চিঠি দিবে আমায় মনের ভুলে
তাও আমি পেয়ে যাবো ।
যদি মনে করো চিঠি দিবে গানের সুরে দিতে পারো
উত্তর দিয়ে দিব ঠিক ই ।


যদি মনে করো চিঠি দিবে আমায় গোপন সূত্রে দাও
আমি পাবো ,বিশ্বাস করতে পারো ।
চিঠি লিখে বসে আছো ভাবতেছ কিভাবে দিবে আমায়,
তাহলে পাঠিও স্বপ্নে সংগোপনে ।
যদি মনে করো চিঠি দিবে মনের পড়েছে আমার কথা
দাও, একাকী নিঃসঙ্গতার সাথে ।


যদি মনে করো চিঠি লিখবে আমার জন্য তা লিখতে পারো
আমি অপেক্ষা করবো ।
যদি মনে করো চিঠি দিবে না, লিখবে না একা ভাববে না
করতে পারো,অপেক্ষায় থাকবো আমি ।
যদি মনে করো চিঠি দিবে না কষ্ট পেয়ে মনের মধ্যে
তারপর ও আমি পথ চেয়ে থাকবো ।
যদি মনে করো চিঠি দিবে, দাও,দিতে পারো
তবে পাঠিও ও কিন্তু ,
আশায় প্রহর গুনবো কোন এক বালি চড়ে ...।