ভালোবাসা একটি আসক্তির নাম
                           -যা মদের মত মনে হয়
বার বার টানে মাতাল দেহের নীড়ে
আউলাঝাউলা ঘোরনেশার প্রদীপ জ্বালে
                        -বীর্য রঙের ঠোঁ‌টে
স্প‌র্শনাচের ভেতর ধকধক করে অপ্রাপ্তির
যৌবন অঙ্কুরোদ্গমে উতরানো শ্বাসের তালে - একপ্রকার কাগজবীজ
নোনতা প্রেমে-
জাগে বিরহী যোনিরস নষ্ট দ্বীপের উজান জলে
জীবন্ত প্রতিচ্ছবি বাঁধা মন্ত্রে আঁকে প্রতিদিন
                         -রূপালী আয়নার মাঝে
পুরুষী- স্ত্রী লিঙ্গ স্বস্তির পর্দা আড়াল করে
আড়মোড়া ভেঙে ক্লান্ত ভীষণ  প্রচণ্ড ঘামে
ভালোবাসা মানে হচ্ছে- আদান  -প্রদান
                -আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গরম নিঃশ্বাস
শান্ত কন্ঠে হাঁটু অবধি আঁচলখানি উঠিয়ে
ঘোলাটে চোখে সম্ভাবনার আলপনা আঁকা-
শূন্যের কোটায় অভাবের তাড়নায়
          -একফোঁটা রসপিছ্লে পড়ে বোবাপ্রাণে  
দীর্ঘায়িত সুখের জন্য উষ্ণ ছোঁয়া ঢেলে দেয়
গোপন পুকুর নিম্ন শহরে-
ভালোবাসা হচ্ছে একটি অনাকাঙ্ক্ষিত ভুল
যাহা শুধু বিছানায় ঝর তুলে যখন -তখন
মাঠে ঘাটে পথপান্তরে-
পার্কে ঝোপঝাড়ে হোটেল রুমমেটের বাসায়
আহা! নিষিদ্ধ বেঞ্চে চুটিয়ে চুম্বন কামকাতুর
মস্তিষ্কের স্নায়ুতন্ত্রে ছোঁড়া সংকেত দেয়
                        -হান্ড্রেড পার্সেন্ট ভাবে
একটি রৈখিক সম্পর্ক দুর্দান্ত মনকাড়া মানসিক রোগী হওয়ার লক্ষ্যে।