ভেজাবো আজ তোমাতে আমি
টুপটাপ লাল বৃষ্টির ন্যায়
ছুঁয়ে যাবে কোমল মাটিমোম,স্নিগ্ধ হাওয়ার বানে
চতুস্পর্শ রঙে ভরে যাবে তোমার দেয়াল
সিঁড়ির কোণে আঁকবে -
মাতাল প্রেমের রঙিন সুতোয় দিয়ে
কাঁচের জ্যোৎস্না
আহা!
ভেজাবো আজ তোমাতে আমি-
একটু -আধটু ভাবে
চোখের টানে হৃদয়ের ভাঁজে- ভাঁজে
শস্যশীলা সবুজ মাঠের আবেগ ঘন নদীর তীরে
ঘুরে আসবো তোমাতে মেঘলা দুপুরে
ছলছল জলে সাঁতার কাটবো
ইচ্ছের সঙ্গোপনে-
দেহলির নীড়ে উদাস মনে ঘুড়ি উড়াবো
জীবনবিলাসী বৃক্ষের ডালায় চড়ে
ভেজাবো আমি তোমাতে -
মননের শিহরণ বেদনার মধুরিমা শীতে
বুক ঢেউয়ের অনড় আটপৌরে।