জনশূন্য মরু ভূমি তে,পালিয়ে গিয়ে বসত বাড়ি বানাতে
ইচ্ছে জাগে ,শুধু তোর প্রেমের জন্যে ।
সমুদ্র থেকে হিমাচলে ,জীবন নদীর কূলে, সুখ সাগর
পাড়ি দিয়ে,মনের অভিলাষে, তোর জন্যে অন্দর মহল গড়ি ।
অনুভূতির অনুকূল মরীচিকার জলোচ্ছ্বাসে ,স্বতঃস্ফূর্ত ভাবে
কূপমণ্ডুক পাঁয়তারা র ছলে, ভালোবাসার সিঁড়ি বাঁধি;
তোরই জন্যে, নিঃশর্তে চুপিচুপি দুঃখের অনলে ।
পাগলি তোকে পাওয়ার জন্যে, তুফান মেলে অনায়াসে নিখুঁত
উৎকৃষ্ট স্মৃতিসৌধের কলাভবন নির্মাণ করতে পারি,অত্যধিক ভাবে ।
নিমেষে তোর; চোখের কাজল কালো কুসুম কোমল নীল মণি তে ,
যৌবন নামের নৌকা ভাসিয়ে দিতে পারি নির্ভয়ে, উত্তাল জল তরঙ্গে ।
উপকণ্ঠের উপকূলে, উজ্জীবিত উদ্ভাসিত উৎসাহিত নিরবচ্ছিন্ন
প্রস্ফুটিত হৃদয়ে, নিশীথ রাতে জলমগ্ন থেকে,অক্ষি র অগোচরে,
প্রেমের তরী ভাসাই;শুধু তোর আর্দ্র আলপনার জন্যে ।