সুখের প্রাচীর ভেঙে চলে এসো, অদৃষ্ট কে ফাঁকি দিয়ে
ডানায় ভর দিয়ে আমার নীড়ে।
খাঁচার শিকল ভেঙে চলে এসো
চাতক পাখির উপর ভর দিয়ে ।
মুষ্টি বদ্ধ চৌকাঠ পেরিয়ে চলে এসো
জ্যোৎস্নার মৃদু মৃদু আলোর পথ ধরে ।


সকলের চোখে ধুলো মেখে চলে এসো
জমে থাকা আকাশের মেঘের উপর দিয়ে ।
চলে এসো কোন একদিন, চন্দ্রিমা র রাত্তিরে
অপেক্ষায় থাকবো আমি নদীর ঘাটে বসে ।