দুর্নামটুকু ঈশ্বরের উপর -  রূপান্তরিত ব্যবধানে
শোষণ-নির্যাতন নৈরাজ্যবাদ মানসে - গণতন্ত্র
তাত্ত্বিক সময় আর্থিক - বৈষয়িক
                        -সবকিছুর মূলে - ঈশ্বর  
হরমোনজনিত জীবিকা বিষণ্ণতায় -
অবাধ্য শিকলে বন্দি -মৃতদর্শন প্রার্থনা
আপাদমস্তক গতিশীল মানুষের কামনা
কল্লোলিত ধাঁচে পথ হারায় - হিসাব-নিকাশ কষে
স্বার্থপরতা চপেটাঘাত লোকালয়-
                                 -অনুষঙ্গ জীবনবোধ
পঠন-পাঠন বিতর্কিত রাজনীতি বিকশিত দেশ
খোঁড়া - বাঁকানো মসনদ
প্রেতাত্মার বীর্য - দুর্ভিক্ষ নামায় এই সমাজের
মখমল খাটের সত্তায় - যুগেযুগে  
অস্তিত্ব ঘিরে সর্বক্ষণ কোলাহলের
                                -স্থিতি - নীরবতা
তবে বিবর্তনীয় তৃষ্ণার্ত রক্ত মানচিত্র খাচ্ছে
লুকোচুরি বাহানায় - নগ্নতার যৌবন সাধনা - পূর্ণ করে
অসহায় বুকে লাথি মেরে-
লাগামহীন দ্রব্যমূল্যের লুটপাট বাজার বানিয়ে
আহা! উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে- লুণ্ঠনের হাতে
বদলে -বদল স্বার্থের স্বাদ- গন্ধ
আইটেম গানে উড়ায় -সংসদ
জবরদস্তি কাপড় টেনে -বাড়তি উন্মাদনা
                                        -নোঙর ফেলে
অপ্রতিদ্বন্দ্বী কেন্দ্রবিন্দুতে-
দায়বদ্ধতা হারিয়ে
                    -যাপিত মন্ত্র খুঁজে
গণমানুষের ভাতের থালায়-
ট্যাক্স নামক অপারেশন থিয়েটার অস্ত্র চালায়
                                          -সুলভমূল্যে।
ঈশ্বর এখানে নিরুপায় হয়ে গাঁজা টানে -মদের নেশায়  
টানটান শরীরে - দুর্নীতির স্বযত্নে-
                                    -সবকিছুর মূলে - ঈশ্বর।