নদীটিকে অনুনয়-বিনয়ে বলে ছিলাম-
তৃণগন্ধ স্পষ্ট আলাপ - অরণ্য রেখে যেতে
কিন্তু সে রেখে গেছে -
ভেজা ফুল প্রণয়ের জলঠোঁট বেসামাল শিহরণ
আশ্চর্য তো!
আমি আবার বললাম-
হিরন্ময় বিষাক্ত কাঁটার অনুতাপ-দগ্ধ
                                    - রেখে যেতে
অতঃপর সে-
মুখচ্ছবি জলাভূমির আর্দ্র মুগ্ধ রসের মহাসমুদ্র
রেখে গেল-
একটু চাঁপা স্বরে বললাম-
ঘনগোধুলি লোহিতে নিঃসঙ্গ ছেঁড়া পাতা
                                     -রেখে যেতে
ঝটপট সে ফেলে গেছে -
মায়াবী পাখির নৃত্যের ছন্দ উরুর ভাঁজ মহার্ঘ্যস্পর্শ
আবার উচ্চ কণ্ঠে বললাম -হে নদী!
রৌদ্রমণ্ডিত অন্ধকার নিদ্রাকাঁটা যন্ত্রণার রক্ত
                             -রেখে যাও অধীর ধ্যানে
একটু আনমনা হয়ে এই বারও ফেলে গেল-
সুখের অনুভব ক্রমবর্ধিষ্ণু মেরুন রঙের চুম্বন রেখা
আমি এখন কোমল সুরে বললাম- হে প্রিয়!  
আমি চাই -
তারুণ্য নির্জন বৃষ্টির টুপটাপ টইটম্বুর প্রেক্ষাপট
নদীটি তখন মৃদু মন্দভাবে রেখে যায়-
অবিনশ্বর বুকের মামুলি ঘ্রাণ ইমোশন স্বর্গ প্ল্যাটফর্ম।