চোখের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে শ্বাসকষ্টগুলি
বেড়েই চলছে হৃদপিণ্ডের ফিস্‌ফিসানি শব্দঝংকার
বুকের ভিতর জমেছে পৃথিবীসমান পাহাড়
খোঁচা - খোঁচা রক্তকণিকা বয়ে চলে
                                 -অধীর গতিতে
রগের মধ্যভাগ দিয়ে-
ধীরে -ধীরে মস্তিষ্কে আঁচড় কাটে ব্যথার শতদল
টপ টপ এলোপাথাড়ি ভাবে ঝরছে দৃষ্টির অগোচরে
আহ! হাহাকার শুধুই হাহাকার-
কেমন জানি অভিশাপের আড়ালে ডুবে যাচ্ছি
অতল থেকে অতল গভীর মূলে-
এযেন কলঙ্কময় নিষিদ্ধ জীবনপাতা
মনে হয়-
ছিঁড়ে- ছিঁড়ে ভাসিয়ে দেই সাধের সংসার ধর্ম
পাগলের মত পড়ে থাকি নির্জন বনের কুঠিরে
                     -মাঝে - মাঝে ইচ্ছে জাগে
মাটির সাথে মিশে যাই চিরতরে-
উড়ন্ত নদীর বুকে
                   স্রোতের সাথে হারিয়ে যাই
                                    -দূরদূরান্তরে
কুমারীর পিরিতির ডালায় বসে বৃষ্টি নামাই অঝোর ধারায়
কালবৈশাখীর উত্তাল যোনিপথে-
কিসব পাগলামি মাথায় ঘুরে-
সত্যি বলছি-
অনেক আঘাতে আমার ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে
কখন রূপান্তরিত গ্যাস ফেটে জমিনের ঘাসগুলিকে
জ্বালিয়ে দেয় কেউ জানেনা -
নড়োবড়ো সাঁকো ভেঙে একদিন পাড়িদিব ওপারে।