নীল দংশনে ক্ষত বিক্ষত হয়েছে
আবেগ- তাড়িত শতাব্দীর শেষপ্রান্তে
স্বপ্নভঙ্গের যন্ত্রণায় –
শুকায় ক্রন্দনের ফুল ভূলুণ্ঠিত মৃত্তিকায়
রূপি চাঁদ আলো দেয়
হিয়ার কোণে উধাও কালসমুদ্রে
যে কেড়ে নিয়েছে
আমার জীবনের ছায়াপথ
তাঁর তরে দিয়ে গেলাম
অন্তর্ভেদী অবলোকনের চকিত উদ্ভাস
সংকেতময় মগ্নচেতনায়
আত্মখণ্ডিত শূন্যতার অধীশ্বর বৃক্ষের মন্থন হয়ে।