উথাল পাথাল আলোড়িত আলোকিত আলো ছায়ার মধ্যে,ঘুরে ফিরে
আলাভোলা আলগোছ আরক্তিম আপেক্ষিক ভাবে ,
ক্লান্ত দেহ নিয়ে খুঁজে ফিরি,
এক ফোঁটা ভালোবাসার আলোকচ্ছটা র জন্যে ।
আলো –আঁধারি আপাত –মধুর আধো – আধো
আদ্যোপান্ত আথালি পাথালি আকৃতি –প্রকৃতি আকীর্ণ;
আকার – প্রকার নিরাকার আকাশচুম্বী আপাদ মস্তকে,
আচানক আচ্ছন্ন ভাবে
খুঁজে ফিরি কিঞ্চিৎ অশান্ত প্রেমের জন্যে।
আগ্রহী হয়ে আগ্রাসী হৃদে আউলা –ঝাউলা চুলে,
আঁজলা আঁচলি ভরে আঁখি র জলে
আইটাই গভীর অনলে আত্ম গোপনে ,
আত্ম দর্শনে আত্ম প্রবঞ্চনার উৎসাহের ছলে
আধকপালে আধপাগলা আদুল কলেবরে ,
খুঁজি আধলা উষ্ণ আদরের জন্যে ।
আন্ধাচক্করে আপৎ কালের অনুকূলে আস্থান – কুস্থান;
আনাগোনা আনাড়িপনা আনচান জমিনের তল দেশের নিম্ন ভূমিতে
আবডালে আচ্ছাদন জঞ্জালে র ঘূর্ণি পাকের আপেক্ষিক তত্ত্বের,
অহিফেন আবছা র মধ্যে
খুঁজি আদুলে আদুরে চিত্ত পাওয়ার জন্যে ।
অলিন্দ অলক্ত অলক্ষুনে অলক্ষ্য –অলক্ষ্যে ,
আলোক – সামান্যা অলভ্য অলিভ বৃক্ষের অলীক মোহের অশ্বিনী তে
অরুচিকর অম্ল –মধুর অরক্ষিত অরণি র অরণ্যানী তে ,
গগনস্পর্শী অবলুপ্ত অপিনিহিতি অপুষ্পক অন্তর্জগৎ অন্তরীক্ষের অন্তরীপে ,
খুঁজি শুধু তোমার অনুপ্রাণনার অনুভূতির;
অনুপম প্রণয়াসক্ত অনুরঞ্জিত ভালোবাসার পাওয়ার জন্যে ।