পরাজিত জল – মাটি – হাওয়া মরমি ধারায়
স্পর্শময় উন্মুল জীবন
প্রবৃত্তির অভিঘাতে
প্রগাঢ় চেতনা মনোবেদনা যুগল পূর্ণিমার
আলো জ্বালে প্রশ্নহীন রাতের পদাবলীতে
অন্ধকার আড়াল হয়েছে
ঠিক আছে;
কিন্তু বিচ্ছেদের চারা গাছে
আলুলায়িত প্রলুব্ধ ঘটেছে
গোলাভুক গভীর বিতৃষ্ণার পাতকী সংলাপে –
বকুল বৃক্ষে অন্তরালের ভিন্ন রূপ
অনুশোচনার জ্বলন্ত প্রতীক হয়ে
নির্জনতার ছবি আঁকে-
আশাহতের কপালের নগ্ন চিতার চন্দন কাঠে
বাহুরাতে উষ্ণ ও তীব্র হাওয়া
বিষণ্ণ তিলটাকে ছুঁয়ে দেয় ক্লান্ততার আদরে
দাঁতের প্রথাগত বাসিন্দা হয়ে –
ঘৃণা – অবহেলার পাত্র ভেবে দূরে দিয়েছ
দেখো আজ জীবন – ছবি চিত্রিত হয়েছে
নারী তোমার অপ্রাপ্ত বাসমতি ঘ্রাণের চারিধারে।