আজ বর্ষা কাল দিনটা ছিল শনিবার তারিখ টা ঠিক মনে নেই
তবে ডাইরির পাতায় লিপিবদ্ধ আছে কত দিন কত তারিখ ।
খুঁজতে যাই ব্যক্তিগত লাইব্রেরীতে ডাইরিটার জন্য দেখতে
পাই,হুমায়ূন আহমেদের শ্রাবণ মেঘের দিন বই টার সাথে লেগে আছে ।
ঝটপট হাতে নিয়ে খুঁজতে থাকি দিন এবং তারিখ, শনিবার
ঠিক আছে কি না ,কিছুক্ষণ পড়ে পেয়ে যাই ,সব ঠিক আছে ।


কিন্তু ভিতরে একটা শুকনো লাল গোলাপ লেগে আছে পাতার
মধ্যে,হাত দিতেই ঝড়ে পড়ে মর মর শব্দ করে চোখের জলে ।
অনুভব করি সৃতি গুলোকে বসে বসে,কত দিন হয়ে গেলো
দেখি না তাকে,অনেক দিন,কোন সে ভুলে পড়ে আছে কার ঘরে ।
ধীরে ধীরে হেঁটে হেঁটে বাগানের কাছে যাই ভাবি গোলাপ
ফুলের গাছটি কে ধরে,আসার কথা ছিল এই দিনে বিকেল বেলা ।


চেয়ে থাকি সূর্যের দিকে যদি চলে আসে হঠাৎ করে,চাপা কান্না নিয়ে ।
পিছন দিক দিয়ে কোমল দুই হাতে চেপে ধরবে চোখের পাপড়ি দ্বয় কে,
বলতে থাকবো এই আসার সময় হল বুঝি, কি কারণে এতো কষ্ট দিলে ।
সারাদিন ব্যথার পাহাড় নিয়ে লুকিয়ে লুকিয়ে কেঁদেছি একা গোপনে
যদি চাও তপ্ত ব্যথা নিয়ে পাড়ি দিতে হবে ওই মরুভূমির বালি চড়ে ।


তা ও দিতে পারবো অনায়াসে,তোমার চোখের সামনে নির্দ্বিধায়,
কিন্তু না,শনিবার চলে গেলো রবিবার আসলো ,পাড় হয়ে গেলো
বৃহস্পতিবার,আসলো শুক্রবার বিকেল গড়িয়ে সন্ধ্যা বেলা বৃষ্টি
আসে দূর বনে,ভর হল,আবার সেই শনিবার আসলো,কিন্তু
পরিবর্তন হল না কিছুই ,দাঁড়িয়ে আছি লাইব্রেরীতে ডাইরির পাতা খুলে।