হাটতেছি বিষাদ মনে পৃথিবীর বহু দূরের প্রান্তরে
চলতেছি নির্জন বনের মাঝারে অদূর পাহাড়ে।
জেগে চলেছি নিঝুম রাতের আঁধারের চূড়ায়
চেয়ে আছি অধীর আকাঙ্ক্ষার ছলনার শিখায়।


প্রদীপ জ্বেলে বসে আছি অজানার কুটিরে।
স্বপ্ন দেখেছি অন্ধকারে আশা জেগেছে হৃদির নীড়ে।
ভালোবাসা দিয়েছি উজাড় করে এক পার্বতীকে
কল্পনাতে ছবি এঁকেছি কাল্পনিক রূপসী কন্যাকে।


অপেক্ষা করতেছি তার জন্য সে আসবে বলে
একলা থাকি কবিতা লিখব বলে জীবনের তরে।
এই কূলেতে বসে আছি ঐ পাড়ে যাবো ভেসে
শূন্যের মাঝে বেছে আছি তোমায় দেখবো বলে।


বকুল ফুলের মালা গেঁথেছি গলায় দিব তারে
গানের মধ্যে ডুবেছি সংগীতের ভেলায় মগ্ন থাকতে।
বিষণ্ণ মনে অরণ্যের গভীরে বসে আছি একা একা
সিক্ত কোমল পাখির নীড়ে ধূসর মরু ভূমিতে কেঁদে ফিরি।