কাঁচা হলুদের মত চিবিয়ে খেতে ইচ্ছে করে
যৌবনের রস অঙ্গে মাখতে মনের বাসনা জাগে আমার
কালবৈশাখী ঝড়ের ন্যায় ছুটে যাই নামহীন প্রিয়সীর সমীপে
বৈরাগীর তারতম্য উদাসীনতার ফসল নিঃশেষণ করতে
কোনো এক বালি চরে
ভাসাতে চাই তরি কুমারীর কল্পনার কূল হীন দরিয়ার মাঝে
সিক্ত কণ্ঠে,
আহ্বান করতে,
বিষাদ রাত্রির প্রহরে আলোক বর্তী ক্ষণে
এক ফোটা পুলক আহরণ করতে
যাযাবর ন্যায় রাঙাতে চায় এই হৃদয়
বর্ষার বৃষ্টিতে ভিজতে
নরম ছোঁয়ার নিঃশ্বাসের সৌরভী ছড়িয়ে
টানতে আগ্রহ প্রকাশ আমার
খেতে চাই আদা রসুন কাঁচা পান পাতার উষ্ণ রসের পেয়ালা
ঐ বসন্ত বিকালের ঝিরি ঝিরি দমকা হাওয়া
মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা চলন্ত প্রবহমান স্রোতের সাথে ...।