ফেলে রেখে এসেছি,
কার্তিকের কাক ডাকা ভোর অগোছালো ভাবে
ফেলে রেখে এসেছি ,
রাখিপূর্ণিমা র ফুল শয্যা র মানসপ্রতিমা র বসন্তের রাত
ফেলে রেখে এসেছি,
নবান্নের সবুজ শ্যামল চিনি চাঁপা বৃক্ষের মায়া ভরা ছায়া নীড়
ফেলে রেখে এসেছি ,
অঘ্রাণের পাকা ফসলি ধানের মাঠ অসীম নীলাভ আকাশ
ফেলে রেখে এসেছি ,
নির্জন প্রান্তরে র হিমশীতল মাধবী মাধুরী র হৃদয় মন্দির
ফেলে রেখে এসেছি ,
চালতা ফুল এলাচি ফুল সরিষার ফুল দারুচিনি ফুলের ঘ্রাণের স্বদেশ ভূমি
ফেলে রেখে এসেছি ,
গাঙুরের জলের মায়া ভরা কলকল সিম্ফনি দাঁড়িয়ে থাকা শ্মশান ঘাট
ছেড়ে ছিঁড়ে এসেছি ,
দখিনা বায়ুর ছলে উড়ে চলা খড়কুটো আম বনের কোকিলের ডাক
ছেড়ে ছিঁড়ে এসেছি,
আত্মার বন্ধন রূপালি বিলের সোনালী মাছের রৌদ্রের স্নান
ছেড়ে ছিঁড়ে এসেছি,
দীঘির জলের চাল ধোয়ার গন্ধ শ্যাওলার পাতার লুকিয়ে থাকা
পুঁটি মাছের আওরানো শব্দ
ছেড়ে ছিঁড়ে এসেছি ,
আঁকাবাঁকা রাঙা মেঠো পথ ঘাসের শিশির ভেজা কোমল মুখচ্ছবি
ছেড়ে ছিঁড়ে এসেছি ,
জীর্ণ মঠ মাঠ ঘাট পৌষের কুয়াশা ঘেরা মেঘ রাঙা সন্ধ্যা
রেখে এসেছি মনের অজান্তে ,
তিতাস নদীর দু কূল জীবন স্রোতের জীবন তরী মৌসুমি বায়ুর চরণ কমল
ফেলে এসেছি নীরব চিত্তে র আকুতি ,
কুমারী মেয়ের ভালোবাসা নদীর ঘাটে ফেলে আসা ফিনফিনে শাড়ির আঁচল
ফেলে এসেছি ,
নব বধুর ঠোঁট রাঙানো রঙ লীলাভূমি র উর্বর জলাভূমি বৃষ্টির জল
ফেলে এসেছি ,
মায়ের লোক গল্প লোককথা লোকচক্ষু লোকসঙ্গীত কাশ বনের নরম ছোঁয়া
চোখের জলে ফেলে এসেছি,
শৈশবের স্মৃতির পাহাড় বেড়ে উঠার
জোনাকি রাত্তিরে র কোলাহল মুক্ত নীল সবুজের মাঠ
ছেড়ে ফেলে ছিঁড়ে রেখে এসেছি ,
ঘোলাটে মেঘের গাঁ সূর্যের মৃদু মৃদু উষ্ণ কিরণ
অনন্ত শ্যামলিমা র রঙ তুলিতে আঁকা বর্ণচ্ছটার রক্তিম নদী মাতৃক জন্মভূমি।