যাক এতোটা বছর কাটছে
নিষিদ্ধ চৌকাঠের মাতাল হাওয়ায়-
জীবন তো চলেই যাচ্ছে
                   -জীবনের মত করে
হোমরাচোমরা দিয়ে বসে আছি
পোড়া ভিটে বাড়িতে -
রক্তে জমা মেঘেদের দলে
আহ! কি নিঃসরণ স্তুতি প্রতিধ্বনি
বিক্ষিপ্ত শব্দচয়ন
পৌরাণিক গাঁথা চাহনির কাব্য খাতা
স্পষ্টের ছোঁয়া মলাটে ভেজা রঙিন সুতো
                           -স্বরচিত লিপিমালা
ক্যানভাসে নামে স্রোত ধারা-
সেইসব দিন গুলির কথা মনে করে
উড়ে রিনিঠিনির ভাঙা গহিন অরণ্যে
তারপর;
ছুটে গিয়ে সামলে নিলে নিজের সচকিত ভুল
ক্রমাগত দৃশ্য হয়ে ওঠে অবাস্তব
অর্থলিপ্সার যাযাবর -ইন্দ্রিয় প্রতিমূর্তি।