দেখতে দেখতে কেটে গেল অনেক বছর মনের অগোচরে
বিদায় নিল স্বাধীনতার হাজার বছরের শ্রেষ্ঠ দিন গুলি।
সাতচল্লিশ বছর পার হল মায়ের আঁচলের সান্নিধ্যে
কিন্তু ব্যথা বসত করে হৃদয়ের নীড়ে কেঁদে ফিরি অজানা শহরে ।
তারপরে ও ভালবাসি মন প্রাণ দিয়ে যা ফুরাবে না অসীম কালে
মাতৃভূমির জন্য জীবন দিয়ে ছিল অনেক কাঁচা প্রাণ
কেড়ে নিতে চেয়ে ছিল দুখিনী মায়ের অবলা মেয়েকে ।
হাত বাড়িয়ে দিয়ে ছিল আমার বোনের দিকে হায়েনার মত
তাদের চোখে মুখে ছিল রক্তের ঘ্রাণ হাতে ছিল গুলা বারুদ ।
পাক বাহিনী কে বাঘ থাবা মেরে উড়িয়ে দিয়েছিল গহিন জঙ্গলে।
লেজ গুটিয়ে পালিয়ে গেল পাক ভূমিতে অন্ধকারের রাত্রির আঁধারে