ভদ্রার পূর্ণিমার চাঁদ গভীর রাত্তিরে ডেকে বলে আমায়
এই শুনো ঘুমিয়ে আছো নাকি
তখনো আমার ঘুম ভাঙে নি
একটু পর আমি ঘুম থেকে উঠে সুনীল আকাশের দিকে
তাকিয়ে দেখি তারা গুলি এলোমেলো ভাবে খেলা করছে
জোনাকি পোকার সাথে
হঠাৎ বাঁশঝাড়ের দিকে
একটু নজর করে দেখতে পেলাম যে মায়াভরা জ্যোৎস্না
ভাসছে - উড়ছে হোমরাচোমরা দিয়ে ঘুরে বেড়াচ্ছে কঞ্চির ডগায়
অবাক হয়ে আমি দেখতে লাগলাম
কিছুক্ষণ পর চুপচাপ শুয়ে পড়ি নিজ বিছানায়
আবার একটু পরে শুনতে পাই সেই করুণ সুরের ডাক
কই তুমি ঘুমিয়ে গেলে !
আমি তোমার জানালার কার্নিশে
দেখো আমি তোমার জন্যে কত কিছু নিয়ে এসেছি
নিবে !
এক আঁচল ভরা সুখের নদী
খুনসুটির আলতো ছোঁয়া
এক পশলা স্বপ্নের জালবুনা আলপনা !
হে সাথী উঠে দেখো ...
কেমন সৌন্দর্যের লীলাভূমির বাসর সাজিয়েছি ভাদ্দুরের গহীন নিশিতে ।