অনেক ছোট বেলা থেকেই কবিতা ভালোবাসি, ছোট বেলায় যখন কবিতা পোড়তাম কবিতা বলতে শুধু ছন্দ বুঝতাম, ছন্দ না হলে যেন কবিতাই হতোনা, এই ভুলটা ভাংলো যেই মহান কবি তার নাম না বলেই নয়, তার নাম ছিল কাজী নজরুল ইসলাম কবিতাটা ছিল একবার না পারিলে দেখ শতবার শুধু ছন্দ নয় শিক্ষার কোন কমতি ছিলোনা এই কবিতায়। তারপর থেকেই কবিতা পড়লে মূলভাব খুজি এখনো খুজি ছন্দ থাকলে কবিতা ভূষিত হয় তার নিজ অলংকারে।