কিছু পুরোনো ইতিহাস খুজে পেলাম
আমাদের বয়সের বারা কমা ।
তুমি বড় আমি ছোট
তাতেই বা কী আসে যায় ।
ভালোবাসা কি তাতে কমে যায় ?
আবদ্ধ তার বেড়াজাল বুঝি
আরো আঁকড়ে ধরে
জীবন বুঝি আরো কাছে পেতে চায় ।।


যদি তুমি আগে চলে যেতে চাও
স্বার্থপরতা যদি এঁকে দাও ।
যে হাত ধরার শুরু আজ থেকে
তাকি তুমি ছিঁড়ে চলে যেতে চাও ?
ভালোবাসা মানে না বয়স
খুঁজে সে শুধু মন ।
যে মনে সে তার ঘর খুঁজে পায়
তাতেই সে থাকতে চায়
সারা টা জীবন ।।


হয়তোবা হাসি পাবে পাবে
পাবে এই বয়স কে ।
তবু বলি ভালবাসি
ভালবাসি আমি তোমাকে ।
জীবন যদি শেষ হতে চায়
হবে তা শুধু একসাথে ।
যাবেনা তুমি আমার আগে
একটু দাঁড়াও আমিও সঙ্গে
যাব যে ।।
(কবিতাটি সেই সব ছেলে দের কথা যারা মেয়েটির থেকে ছোটো)