ভোরে ওঠা ছোট্ট
যে শিশু !
জল আনে সকালে
যে শিশু !
মায়ের কোল কেমন জানেনা
যে শিশু !
খেলা কেমন হয় জানে না
যে শিশু !
ছুটি কেমন জানেনা
যে শিশু !
পরিচয় নেই যে শিশুর !
অসহায় ও ঘৃণায় বাঁচে শিশু !
সেই শিশুর কি দাম আছে ?
কি দাম আছে তার পৃথিবীতে ?
বেঁচে থাকতে সে ভয় পায় !
ভয় পায়না সে মৃত্যুকে ।
বিশাল পৃথিবী করেছে তাকে রঙিন
তেল কালি আর নোংরা তে ।