আমি বিধাতা মানি নে
মানি নে কোনো কুসংস্কার ।।
নেপোলিয়ান যদি ভাগ্য গড়ে
আমি বা পারিনে কেন হেথা ।।
রবিবাবু তোমায় বলি তবে
কেন যাওনি বলে ।।
সাধারণ মেয়ে মালতির মত
আমার ও নামটি বলে ।।
এ বাংলায় আছে
সহস্রা যুবকের দল ।।
যারা মরেছে শতবার
ব্যর্থ জীবনের কথা ভেবে ।।
হয়তো তারা ও নেমে আসে
দুঃখের সমতলে ।।
এ বাংলায় সহস্র যুবক
তারা কেঁদেছে কত রঙিন স্বপ্নে ।।
কত বন্ধন ছিড়ে গিয়েছে
সহস্রা মিথ্যা প্রতিশ্রুতির জালে ।।
বিধাতা শুধু সহ্য দিয়েছে
পুরুষ জাতির অঙ্গে ।।
সহস্রা ঘুমানো শরীর
কত স্বপ্ন দেখেছে অতীতে ।।
মালতির মত সহস্রা পুরুষ জাতি
চাইছে আজি বর মাগি ।।
করে দাও মোদের ও মহান
না হতে হয় যেন নিগৃহ ।।
লিজির মতো কোন অসামান্য মেয়ের কাছে
মোদের ভালোবাসেনা হয়না যেন পণ্য ।।