মৃত্যু আর জীবনের সহবাসে এই মাত্র জন্ম হল আমার,
মাথার মধ্যে এখনও নিউরনিক সেল গুলো
সঠিক ভাবে উত্তেজিত হতে শেখেনি।
তবুও আমি অনেক কিছু বুঝতে শিখে গেছি :


মৃত্যুর ছোবল বিষাক্ত নয়, ------ স্বাদহীন!
আমি অজস্র মৃত্যুর ছোবল নিয়েছি এ বুকে ----
শরীরি মৃত্যুই কি কেবল মৃত্যু?
আমি মানষিক মৃত্যুতে মরেছি বারং বার।
মৃত্যুর বরপুত্র আমি !


করোনারিসাইনাস বেয়ে নেমে আসা চিন চিনে ব্যথায়
আমার মস্তিষ্কজাত নিউরনিক সেল গুলো
নার্ভের শরীর দিয়ে ব্যথার বার্তা পাঠায় না।
অথচ রাস্তায় পড়ে থাকা অভুক্ত শিশুর আর্তনাদে,
মৃত মায়ের স্তনে অবুঝ বালকের দুগ্ধ অন্বেষণে,
পাগলের গায়ের ক্ষতে সর্বগ্রাসী কীটের দংশনে,
আমার শরীরের প্রতিটি কোষে, কোষে তখন অসহ্য যন্ত্রণা হয় !


তুমি বেঁচে থেকেই মরে আছ,
মরে গিয়েই বেঁচে যাওয়া বোধ হয় ভাল হতো !
এভাবে বেঁচে থেকে কি লাভ?
শরীরি মৃত্যুই কি কেবল মৃত্যু?
আমি মানষিক মৃত্যুতে মরেছি বারংবার... সহস্র বার.....
মৃত্যুর বরপুত্র আমি....!!
-----------------
নিউটন বালা