তোমার চঞ্চল চোখ
সরলতা ঠোঁট, নির্লজ্জ মুখের ভঙ্গিমা
আমায় প্রলুব্ধ করে তুলছে।
চঞ্চলতার পলক
ঠোঁটের কিঞ্চিৎ সরল
মুখ ভঙ্গির ছটাক ভঙ্গি
বিছিয়ে দেও সাদা কালো গোলাপে।
অতঃপর গোলাপ নেতারা
মিছিল মিটিং করে
কয়েক দফা দাবি নিয়ে
আন্দোলন করুক।
গলা ফাটিয়ে বক্তৃতা দেক।
ঘুম খুনের মামালায় মেতে উঠুক।
টিয়ারগ্যাস নিক্ষেপ
লাঠিচার্জ এর মধ্য দিয়ে
আমার প্রলুদ্ধতার বিরুদ্ধে।
তোমার তুলো হাতের ভূমিতে
শক্ত দখলদারিত্ব আবাদ গড়ে তুলুক।