বোবা ভাষাগুলো
স্তব্ধতায় প্রকাশ পায়,
ঝড়ে যাওয়া জীর্নসীর্ন পাতার ভাষা
প্রকাশ পায় মাটিতে;
পাতাগুলোকে মাটি আকড়ে ধরে।
সম্পর্কের শেকড় ছেড়ার
বোবা কান্নার ভাষা
মানুষে প্রকাশ পেতো ;
তবে, জীর্নসীর্ন পাতার মতোই
ঝড়ে যাওয়ার আগেই
মানুষ সম্পর্কের শেকড়কে
শিকল দিয়ে আকড়ে নিতো।