দৌলতপুরের দৌলত মিয়া,
বিপদে আছে পেট নিয়া।
হাটতে বসতে খাবার চায়,
এতো খাবার কোথায় পায়।
জন্ম আবার স্বাধীন দেশে
ত্রানের খাবার নেতায় চাষে।
উন্নয়নের যৌবনে
দেশ আমার গেলো ভেসে।
বয়স্ক ভাতা চাইতে গিয়ে
দৌলত গেলে অর্থে ফেঁসে।
আহারে--
    পেট সবই মিছে
আত্মহত্যা নে বেঁচে।