ওগো! কখন আসবে ফিরে?
এমন ডাক শুনে,
মাঝি; বৈঠা নিল হাতে,
এখান থেকে সেখানে
ছুটছে মাঝি 'হু' 'হু' করে,
কোথায় গেলে খুজে পাবো?
আমার ময়নারে।
সাঁজ বিকালের শেষে
মাঝি কথা দিয়েছিলো,
শিমুল গাছের নিচে;
'হারাইয়া যদি যায় ময়না,
মাঝি খুইজা নিবো তারে'
কয়েক বছর আগে
ভরা নদীর পানিতে,
হারিয়ে গেছে ময়না।
সকাল- সন্ধ্যা মাঝি
খুজে নদীর তীরে
দিনের শেষে
হাত তোলে বলে,
খোদা! ফিরিয়ে দেও
আমার ময়নারে।