দূর থেকে দেখলে মনে হবে
এক ফুটন্ত বেলী ফুল।
কাছ থেকে স্বচ্ছ পরিস্কার সাদা চামড়া
মেয়েটির বাদামি চোখ,
কিছুটা পরেনার বললে চলে।
হাতে সোনালি পিতলের ভারী ব্রেস লাইট
আমি পরেনার বলতে বাধ্য হলাম
পায়ে রং চড়ানো আলতা
নাকের ডান পাশের পাতায় নত
কপালে নীল টিপ,
কানে গ্রামকন্যার কান দুল;
খোঁপায় মুঠো জারুল ফুল গোছা-
শরীর মুড়ানো নীল শাড়িতে
আরেক পলক চোখ ভুলিয়ে নিলাম।
আমি এবার পরেনার থেকে সরে এসে;
অদূর গাঁয়ের মেয়ে বললাম।