ওরা খামছে খেতে চায়
যৌবন ভরা পাহাড় জলভূমি
ওরা খাবলে নিতে পরোয়া
আমার মাতৃভূমি।
ওরা ধর্মকে উস্কে দিয়ে
রাজনীতিকে নিয়ে খেলে;
মোল্লা মুন্সি বিপ্লবী হলে
ওরা তাদের জঙ্গি বলে।
ওরা 'বিজয়ের' দিনে
বাংলা ভাষাকে ছেড়ে
হিন্দি গানে মেতে উঠে।
ওরা 'একুশের' নামে
কৃষক থেকে চাঁদা তোলে
মদ্যপানে আড্ডা জমে।
ওরা মুক্তিযুদ্ধের নাম করে
বুক পকেটের প্রাচীর গড়ে।
ওরা স্বার্থের খোজে অর্থের টানে
বেঁচে দিতে পারে-
রক্তে কেনা আমার মাতৃভূমি।
ওরা দেশপ্রেমী নয় ওরা দেশাদ্রোহী।