মানুষ আমি সৃষ্ট মানবকূলে,
মিথ্যা আমি সৃষ্ট ফুলে ফুলে।
শিক্ষা তুমি হেরেছো
অর্থ লোভের কাছে,
সত্য,
ঘুরেছি বহু শাক্ষীর পাঁছে পাঁছে।
না!  না!
আমি কোন জ্ঞান দিতে আসিনি
তুমি শিক্ষিত,তুমি বিবেকবান,তুমি মহাজ্ঞানী।
তবে কি একটু বলবে?
মূর্খ তোমার শিক্ষার কাছে
কেন হয়রানি।
মিথ্যা বলিনি আমি!
হাসপাতাল,থানা,জর্জকোট,শিক্ষা প্রতিষ্ঠান;
ঘুরে এসো আরেকবার।
মসজিদ, মন্দির, গির্জা
ধর্মকেও তারা ছাড়েনি।
সত্যি বলছি,
মিথ্যা বলিনি আমি।
বাবা আজ কন্যার যৌন হয়রানির মামলায় দায়ী।
পুত্র তার মায়ের খুনের আসামি।
না! না! না!
আমি সমাজ শিখাতে আসিনি
প্রশাসন গাঁজা বানিজ্যে ব্যাস্ত,
বেচারার কি দোষ,
সরকারি টাকায় মিলে কি আরামের খোজ।
না! না!
আমি হাসাতে আসিনি।
দু - কলম লিখতে এসে
আর উদ্বার হয়নি।