সকালের সোনালি সূর্য
চোখের দরজা না খুলতেই
সোনায়-মাখা আলোতে কাবু করে
তাহার প্রেমিক ঘোষনা দেয়।
অথচ সূর্য;
রক্তজবা মাটিতে আচড়ে পরার পূর্বেই
আমার অবলা প্রেমকে নর্দমায় ছুড়ে;
অন্যের ঘরে সংসার ধরে।
কে বা কাহারা যেনো বললে?
পৃথিবীতে মৃত্যু ছাড়া সব স্বার্থের অনুসন্ধানী,
মৃত্যু!
মৃত্যু তো এক মহা খাদক ;
মানবের আত্না খাওয়া
যাহার পরম ধর্ম,
শুনেছি কৃষ্ণচূড়ার এই শহরে
প্রেম-কাটার যন্ত্রণা
হিজল ফুলের ছায়া হতেও কষ্টকর।
তবে কি করে বলা হয়?
প্রেমেই স্বর্গ।
আমিতো পৃথিবীতে প্রেমের
কোন আলামতই পাই নি।
যা পেয়েছি,
এক গোয়ালা  স্বার্থের খোরাক
তোমারা যাকে প্রেমিক প্রেমিকা বলে,
সম্মোধন করো
আমি তাকে স্বার্থক স্বার্থিকা বলি।