লাকড়ি পোড়ালে অবশিষ্ট
পাওয়া যায় কয়লা,
কয়লা পোড়ালে ছাঁই।
আমাকে পোড়ালে পাবে -
স্বাধীন হয়ে জন্ম নেওয়ার ক্ষোভ।
বেশির চেয়ে বেশি পাবে
গণতন্ত্রের তসবিহ পড়ে
জনগণের বুক- পিঠ ছিঁড়ে,
নাগরিক অধিকার কেড়ে নেওয়ার আক্ষেপ।
জনগনের -
ক্ষুধার্ত পেট,
জল জল চোখ
বস্ত্রহীন রক্তশূণ্য ফ্যাকাসে দেহ।
আত্মার ভয়ংকর আত্ম চিৎকার
আমাকে পোড়ায়,
প্রতিটা এক এক ন্যানো সেকেন্ড
আমাকে যত্ন করে পোড়ায়।
আমি আর কত পোড়লে
আমাকে শান্তশিষ্ট ভদ্র বলবে।
বন উজাড় হয়ে বিলিয়ে গেছে
নদী কাঁটা খালে -
খাল হারিয়ে রাজনীতির দূষিত রক্তে।
জনগন আমার অঙ্গ-প্রতঙ্গ
নদী, খাল, বন এসব আমার দেহ
ভালো নেই এদের কেউ
ভালো নেই আমি বাংলাদেশ।