সবুজ পৃথিবী
 
পৃথিবীটা আজ কী সত্যি ভাল আছে?
কৃত্রিম নিয়নের লাল নীল কারুকাজে
ঝলোমলো ভ্যূলোকের রঙ্গীন বলয়ে
চারদিকে সুশোভিত সুরম্য নিলয়ে
সত্যি কী বুক ভরে নেয়া যায় নি:শ্বাস
না কি শুধু ফিরে আসে কার্বনের বাতাস

ঝরাপাতার মত শূন্যতা নিয়ে বুকে
মানুষ হাসছে কী ক্রন্দসী সুখে
শোভিত পরিপাটি মুখাশে ঢাকা
মানুষের আসল রূপ চেনা বড় কঠিন
হাসিমুখে কৃত্রিম রঙ তুলিতে আঁকা
সবুজ পাতার বাঁধন হয়ে যায় লীন।

বলো দেখি কেমন হতো যদি
পৃথিবীটা হতো শুধু সবুজে ভরা
ঝির ঝির ধ্বনিতে বয়ে যেত নদী
ঢেউ এ ঢেউ এ রোদের মুক্তো ঝরা

আকাশের রূপালি মেঘে মেঘে
মেঘ আর নীলে চলতো লুকোচুরি
স্নিগ্ধ তরুরাজির সবুজ রং মেখে
পৃথিবীটা হতো এক অমরা পুরী

শ্রম, একাগ্রতা, নিষ্ঠার সাধনে
মানবতা, প্রীতি, সাম্যের বাঁধনে
পৃথিবীটা হতো এক সোনালি গোলক
সত্য, শুভ্রতা, কোমলতার অনুবর্তক

সবুজ তরুবীথি ঘেরা অটবী
আলো আর ছায়ায় হতো প্রহরী
কখনও প্রথম অহনার মিষ্টি রবি
ছড়াতো সোনা গলা রোদের লহরী

কখনও রিমিঝিমি বৃষ্টির নুপুর
ভিজিয়ে দিত ক্লান্ত দুপুর
নীল শ্যাম দিগন্তের কোলে
তরুলতা থাকতো দাঁড়িয়ে
তার স্বাধীন ডানা বাড়িয়ে

আসতো না কোন দৈত্য দানব
বৃক্ষের ডাল কেটে দিতে
মানবতার মুকুটে থাকতো মানব
শান্তির ছায়াঘেরা সবুজ বীথিতে

মুখোশের সানগ্লাস ফেলে রেখে
ছেলেবেলার মত নির্মল অনুভবে
অকৃত্রিম ভালবাসায় বাড়িয়ে হাত
মুছে যেত সব গ্লানি আর আঘাত
পাখিদের মুখে মিষ্টি গিতালী
মাটি, মানুষ আর সবুজে অপরূপ মিতালি