জীবন-তরী


সমস্ত একটা দিন,শেষ
আলো কমে যাচ্ছে,প্রবাহের নিয়মে
আধারে নিমজ্জিত হওয়া
সময়ের অপেক্ষা মাত্র,
কনে দেখা আলোতে, তরী তীরে ফিরছে
সমস্ত একটা দিন শেষে,
কারা যেন ভালবেসেছিল,এই
নদীর ঘাট, জলের ধারা,রঙিন আভা


কিন্তু হায়,
কেউ গেছে চুল্লীতে,কেউ কবরে,
আজও তবু তরী বয়ে চলে,
এই গম্ভীর নদীর বুকে,


আছে কি, নদীটি সুখে??