শান্ত দুপুরে,
ঘুম ভাঙা নুপুরে
বয়ে চলা ইচ্ছেমতির  ইছামতী,
বক্র,সোজা রহস্যের গতিধারায়


লাজুকতার স্পর্শে আগুনে অববাহিকা
গতানুগতিক সংস্কৃতির, পরিবর্তনশীলতা
হারিয়ে যাওয়া ছান্দিক, শব্দমালা
র‍্যটল স্নেকের চলাফেরায়, ধরা পড়ে


নুপুরের ঝমঝমে  সুর,
দূর বহুদুর সুদুর
আধুনিকতার সমারোহে,লুপ্তপ্রায় নুপুর
শব্দহীন দুপুরে,
ঘুম ভেঙে দেখি,সকাল তার আদুরে আলোর
উষ্ণ পরশ নিয়ে হাজির।