চাওয়া অশেষ,কিন্তু পাওয়া?
বিপরীত আহবানে,বেসামাল
শান্তি সুখের যান্ত্রিক মেলবন্ধনে,
উচ্চাশার হৃদগতি, রক্ত প্রবাহে সঞ্চারিত
বদলে যাওয়া আত্মা, মতিগতি
মন থেকে মেলে কি,সবসময় সম্মতি?
পালতোলা নৌকা চলে,বাতাসি অণুঘটকীয় স্পর্শে
বাস্তব রাজপথের উন্মুক্ত সমাবেশে
ধোয়াশা,কুয়াশার আধারের আবছায়ায়


এসব কি মায়া?
নাকি কালপিটের সৌন্দর্যের,
নরকঙ্কালের ছায়া?