বামদিক শুনতে মানা,
সংবেদনশীল মস্তিষ্কের
পথ পাড়ি দিতে হবে,বহু ক্রোশের পর ক্রোশ
বন্ধুর নাকি সমতল,
দ্বন্ধেরা অবিচল,অন্তরে
গল্পের বিশ্বাস, রুপকথা মনে করায়
পটু বটে, দক্ষ, সু-নিপুণ
মিতভাষী কোমল কণ্ঠী
বহু পথ চলা বাকি,
বন্ধুর নাকি সমতল??


রাস্তাঘাট বদলেছে,মোড়াম পেয়েছে
আধুনিক কংক্রিট,
মানব মনে,পরিবর্তনের ধারা অব্যাহত
মনন যন্ত্র
রক্ত চলে, শিরা উপশিরায়
জমজমাটি, বাজার ললনা
তুমি মুচকি হাসো!!


বুদ্ধিমতির গতি বুঝতে,
বাধপতাকা হিমশিম
মিলবে, মিলছে কি??..
হীরকখচিত শিরোপা??