নিশব্দ শহরে—
প্রশ্নগুলো জং ধরা তালার নিচে,
উত্তরের জায়গা নেয় বিজ্ঞাপনের ব্যানার।
তথ্যের অরণ্যে পথ হারায় সততা,
চুক্তিগুলো হাসে—
শুধু কাগজে তারা ন্যায়বিচার লিখে।
প্রগতি হাঁটে স্যুট পরা চুপচাপ পা ফেলে,
আলোচনার মঞ্চে নেই আলো,
আছে শুধু স্ক্রিপ্ট লেখা অন্ধকার।
সত্য এখন লাইসেন্সের দামে বিক্রি হয়,
আর সম্মতি
পদকের মতো বুকে ঝুলে থাকে।
তুমি চাইলেও,
কেউ শুনবে না—
কারণ কানগুলো এখন কর্পোরেট মালিকানায়।
-