ধ্বংসের ছাইয়ে
একটি সংকেত পড়ে—
না আলো, না অন্ধকার।
চিন্তা জ্বলে
নিজেই নিভে যায়,
প্রশ্নের ভিতর জন্ম নেয় প্রশ্ন।
আমি ছুঁই নক্ষত্রের ধ্বংসাবশেষ,
তবু স্পর্শ পাই না নিজের সত্তা।
বিবর্তনের কোডে
লুকানো এক মুখোশ—
জানিনা, কে পরেছে?
কোয়ান্টামের ঢেউয়ে
ভাসে আমার বিশ্বাস—
যা ধরা পড়ে, তা-ই মিথ্যে।