বৃষ্টি পরে টাপুর টুপুর পদ্ম পুকুর জলে,
বৃষ্টি পরে রিম ঝিম ঝিম বর্ষা ভরা ঝিলে।
বৃষ্টি পরে ঝিরি ঝিরি সবুজ ঘাসের পাটে,
আষাঢ়ের ঐ বৃষ্টি পরে ফসল ভরা মাঠে।
ঈশান কোনে তাকিয়ে যখন দেখি মেঘের ভেলা,
সুর্যটাকে লুকিয়ে তারা খেলছে মধুর খেলা।
মনটা তখন আনন্দ আর উল্লাসে তে নাচে,
সপ্ন গুলো হারায় গিয়ে স্নিগ্ধ সবুজ ঘাসে।
হঠাৎ করে শীতল হাওয়া দোল দিয়ে যায় মনে,
পাখিরা সব দল বেধে ঐ ছুটছে গহিন বনে।
ঝিরি ঝিরি বৃষ্টি ফোটা পড়ছে পাতার ফাঁকে,
হাস গুল সব ঝাঁক বেধে যায় শান্ত নদীর বাঁকে।