তুমি আশবে বলে ফুল গুলো  সব দোল খায় বাতাসে।
তুমি আসবে বলেই ভ্রমর গুলো মিট মিটিয়ে হাসে।
তুমি আসবে বলে সবুজ ঘাসের শিশির যায়নি ঝরে।
তুমি আসবে বলেই সুখ পাখি উরে আমার আকাশ জুরে।
তুমি আসবে বলে চারি ধারে কোকিল গাইছে সুরে।
তুমি আসবে বলেই কষ্ট গুলো হারিয়ে গেছে দূরে।
তুমি আশবে বলে পাহার বেয়ে বইছে ঝরনা ধারা।
তুমি আসবে বলেই খুশিতে আজ মনটা আত্তহারা।
তুমি আসবে বলে ডালে ডালে কৃশ্নচুরার মেলা।
তুমি আসবে বলেই আকাশ জুরে রঙিন মেঘের ভেলা।
তুমি আসবে বলে গোলাপ বেলি মুখ  লুকিয়েছে  লাজে।
তুমি আসবে বলেই পলাশ শিউলি সেজেছে নতুন সাজে।
তুমি আসবে বলে দখিনা হাওয়া দোল দিয়ে যায় মনে।
তুমি আসবে বলেই রংধনু হাসে পুব-আকাশের কোনে।