এ জীবন তো কিছুই নয়
শুধুই পরীক্ষা মাত্র
পরোপকার আর মানবিকতা
হোক জীবনের পরম ব্রত।

চিরায়ত সত্যের অনুরণনে
বিদায় নিতেই হবে
একটু যদি দাগ রেখে যাই
সেটাই শুধু রবে।

অন্তহীন শূণ্যে হারাবার আগেই
কিছু করে যেতে হবে আমাদের
অন্ততঃ পাশে থাকা মানুষদের জন্য
দুঃখী জীবন যাদের।

সময়ের স্রোতে স্বার্থপরতায়
কভু না করে কুর্ণিশ
মানবতা ও মানুষের কল্যাণে
কাজ করে যেতে হবে অহর্ণিশ।

সৃষ্টির সেরা জীব মানুষের
হোক প্রকাশ আদর্শ ভাবনার
হোক সুদৃঢ় সুন্দর প্রত্যয়
জয় হোক মানবতার।