তুমিতো মহাকাশের উজ্জল তারা,
যে তারা সকলেই দেখে শুভক্ষনে।
তুমিতো জীবনের কবি,
যৌবনের তারুন্য শক্তি।
তুমিতো যৌবনের পথের দিশারী,
যাকে ছাড়া যৌবন বিপন্ন।
তুমিতো সকল প্রেমের চিঠি,
যে চিঠিতে লেখা থাকে সান্তনার বানী।
তুমিতো সকল ভালবাসার আশা,
যার বুক জুড়ে রয়েছে শুধুই আলোআশা।
তুমিতো বাংলার বুলবুল,
হে কবি কাজী নজরুল।
তুমিতো মনমাতানো শিল্পী,
যার শিল্পে নেই কোন প্রতিদ্বন্ধী।
তুমিতো প্রেমের আকাশ,
যে আকাশের তারা সকল ছন্দ।
তুমিতো প্রানের শিহরন,
যে প্রানে রয়েছে শুধুই প্রেম।
তুমিতো বিশ্ব বিখ্যাত কবি,
প্রেমময় রবি।


রচনাকালঃ১৪/০১/২০০০ইং