আমি যখন ছাত্র ছলাম,
আমি তো ভালই ছিলাম।
আমার কিছু অভাব ছিল,
আমি তো ভালই ছিলাম।
সারাদিন ক্লাশ, টিউশনি,
মধ্যরাতে বাসায় ফিরে অবগাহন,
তারপর পড়ালেখা, এসাইনমেন্ট, পরীক্ষার প্রস্তূতি,
আমি তো ভালই ছিলাম।
অক্লান্ত পরিশ্রম, জ্বর জ্বর অনুভুতি-
আমি তো ভালই ছিলাম।
আমার ছিল নিজস্ব সত্ত্বা, স্বাধীনতা।
তুমি এলে আশা জাগানিয়া,
আমার সাথী হলে তুমি।
সুখ, দুঃখ ভাগাভাগি হবে-
ক্লান্ত শরীরে আচঁল দিয়ে ঘাম মুছে দিবে,
আমি বুক বাধি আশায়-
সঙ্গী হলে তুমি-অমর সঙ্গী।
সুখটা আমার হল অধরা-
এটা চাই, ওটা চাই-
এই হলনা, ওই হলনা-
এই পেলেনা, ওই পেলেনা।
আমার সাধ্যের অতিরিক্ত করেও-
তুমি সুখি হলেনা।
আমার কষ্টরা সব হেসে খুন-
তাদের ছেরে আমিও খুন।
যেই আমি করেছি পর-
সেই ছিল মোর ভাল।
আমি তো ভাল ছিলাম।